Header Ads Widget

Responsive Advertisement

বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত


ডাকাতির প্রস্তুতির সময় রাজবাড়ীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ পাঁচ ডাকাতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার ২৬শে অক্টোবর সকালে রাজবাড়ীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার।

২৫শে অক্টোবর মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীনের ছেলে রাহাদ বিশ্বাস (২৫), বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মন্ডলের ছেলে আরিফ মন্ডল (২৯), আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪), সদর উপজেলার আলাদীপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), আলাদীপুর গ্রামের ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখ (২৩)। এ সময় ৭/৮ জন আসামি পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রাহাদ বিশ্বাস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ